গৌড়

শশাঙ্ক ( ৬০০ – ৬৩৭ খ্রিস্টাব্দ )

  • গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা শশাঙ্ক ছিলেন গুপ্তবংশীয় মগধরাজ মহাসেনগুপ্তের অধীনস্থ সামন্ত।
  • বাঙালী রাজগণের মধ্যে শশাঙ্কই প্রথম সার্বভৌম নরপতি।
  • অনেক ঐতিহাসিকের মতানুযায়ী শশাঙ্ক ছিলেন গুপ্তবংশীয় এবং তাঁর অপরনাম ছিল – নরেন্দ্রগুপ্ত।
  • ৬০০ খ্রিস্টাব্দে শশাঙ্ক গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন।
  • গৌড় রাজ্যের রাজধানী, বর্তমান মুর্শিদাবাদ জেলার সদরশহর বহরমপুর থেকে ৯.৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কর্ণসুবর্ণ নামক স্থানে ছিল।
  • চৈনিক পরিব্রাজক, হিউয়েন সাং রাজা শশাঙ্ক শাসিত উড়িষ্যার একটি এলাকা থেকে কর্ণসুবর্ণ পর্যন্ত ভ্রমণ করেছিলেন।
  • শশাঙ্ক কনৌজ আক্রমণ করে গ্রহবর্মনকে পরাজিত ও নিহত করেন এবং রাজশ্রীকে বন্দি করেন।
  • বাণভট্ট ও হিউয়েন সাং -এর মতানুযায়ী শশাঙ্ক থানেশ্বরের রাজা রাজ্যবর্ধনের সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং তাঁকে হত্যা করেন।
  • শশাঙ্ক শিবের উপাসক ছিলেন। তিনি বৌদ্ধধর্ম-বিদ্বেষী হিসেবে অভিহিত।
  • বাণভট্ট শশাঙ্ককে “গৌড়াধম” ও “গৌড়ভুজঙ্গ” বলে অভিহিত করেছেন।
  • ৬৩৭ খিস্টাব্দতে মৃত্যুকাল পর্যন্ত তিনি গৌড়, মগধ, দণ্ডভুক্তি, উৎকল ও কঙ্গোদের অধিপতি ছিলেন।
  • শশাঙ্কের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার পুত্র মানব।
  • মানব প্রায় ৮ মাস পর্যন্ত গৌড়ের শাসনকার্য চালান।
  • এর কিছুকাল পরেই হর্ষবর্ধন ও কামরূপের রাজা ভাস্কর বর্মন গৌড় দখল করে নেয়।